উত্তপ্ত কোপা, একদিনেই ৩ লালকার্ড


জমে উঠেছে ল্যাতিন আমেরিকার ফুটবল-লড়াই। ফুটবল নৈপুণ্য দেখিয়ে এরইমধ্যে সেমিফাইনালে পা রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে, প্যারাগুয়েকে হারিয়ে শেষ চারে গেছে পেরু। তবে টুর্নামেন্টের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ফাউল করার প্রবণতাও।

বিজ্ঞাপনএই জন্য কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম দিনেই লালকার্ড দেখেছেন তিন খেলোয়াড়।

চিলির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ব্রাজিল। গোল করার দুই মিনিট পরেই বড় ধাক্কা খায় সেলেসাওরা। চিলির ইউজেনিও মেনার মুখে লাথি দিয়ে লালকার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস। ফলে বাকি সময় দশজন নিয়েই খেলতে হয়েছে তিতের শিষ্যদের।

এদিকে দিনের প্রথম ম্যাচে লালকার্ড দেখেছেন দুইজন। পেরু বনাম প্যারাগুয়ের সেই ম্যাচে প্রথমার্ধের শেষদিকে লালকার্ড দেখেন প্যারাগুয়ের গোস্তাবো গোমেজ। পেরুর জিয়ানলুকা লাপাদুলাকে মারাত্বক ফাউল করেন তিনি। ম্যাচের ৮৫তম মিনিটে লালকার্ড দেখেন প্যারাগুয়ের খেলোয়াড় আন্দ্রে ক্যারিলো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *